পাবনায় মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

তুহিন হোসেন,পাবনা: পাবনার ঈশ্বরদীর মিরকামারী আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগের বিচারের দাবি ও অদ্যক্ষের অপসারন চেয়ে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ঘটিকায় উপজেলার কোলেরকান্দি এলাকায় মাদ্রাসার সামনে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মজিবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম, সহকারি শিক্ষক তৈয়ব আলী, মাহফুজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ আব্দুল জলিল পতিত স্বৈরাচার সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসায় আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং নিয়ম বহির্ভূতভাবে মাদ্রাসার জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। এসকল দুর্নীতির বিচার ও অধ্যক্ষের অপসারন চেয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন...