পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামে একসময় তেরো জমিদারের বসবাস ছিল। দাপুটে সব জমিদারের এলাকা বলে আজও এই এলাকা সুপরিচিত। তবে সময়ের সাথে সাথে জমিদার বাড়ির সেই ঐতিহ্য হারিয়ে গেছে। এখন কেবল ভগ্নাবশেষ হয়ে দাড়িয়ে আছে জমিদার বাড়ি। এই বাড়িও অযত্নে আর অবহেলায় ধ্বংসের পথে। হয়তো এ চিহ্নটুকুও আর থাকবে না। এলাকাবাসীর দাবি এই ঐতিহ্যকে সরকারিভাবে সংরক্ষণ করা হোক। বৃহস্পতিবার, ২৮ মার্চ । ছবি: পিবিএ