আমিনুল ইসলাম জুয়েল, পিবিএ, পাবনা : আগুনে দগ্ধ হয়ে নিহত আমির হোসেন রাব্বি(৩০)’র মৃতদেহ শুক্রবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের চরপাড়া গ্রামে পৌঁছলে স্বজদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা’র আর্ত চিৎকারে পুরো গ্রামে শোকের মাতম বয়ে চলছে।
নিহত আমির হোসেন রাব্বি ওই গ্রামের আয়ুব হোসেনের একমাত্র ছেলে। তার আর দুই বোন রয়েছে। তিনি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে বনানীর ওই ভবনে ১১ তলায় একটি প্রতিষ্ঠানে গত ৩ বছর চাকরি করতেন। খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় থাকতেন।
নিহতর পরিবারের লোকজন জানান, নিহতর জনৈক বন্ধু গিয়াস উদ্দিন মর্গে তার মৃতদেহ শনাক্ত করেন। সকাল পৌনে দশটায় আমির হোসেন রাব্বির মৃতদেহ এ্যাম্বুলেন্সে করে এসে পৌছায়। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার বাবা আয়ুব হোসেন, মা রত্না খাতুন বার বার মূর্ছা যাচ্ছিলেন। অন্যান্য আত্মীয় স্বজন ও গ্রামবাসীও শোকে বিহ্বল।
এদিকে তার মৃতদেহ পৌছানোর কথা জেনে এলাকার বহু লোকজন তাদের বাড়িতে তকে একনজর দেখতে ভিড় করে। সেখানে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হন ও শোকসন্তপ্ত পরিবারের লোকজনকে সান্ত¡না দেন।
সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুল ইসলাম নিহতর পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বেলা ৩ টায়। পরে তাকে চরপাড়া গোরস্থানে দাফন করা হবে।
বন্ধু গিয়াস উদ্দিন শনাক্ত করেন আমির হোসেন রাব্বির (২৯) মরদেহ। গিয়াস জানান, আমিরের বাবা আইয়ুব আলী, তাদের বাড়ি পাবনা। বনানীর ওই ভবনে ১১ তলায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পিবিএ/এইজে/এমএসএম