পাবনার হাওরাঞ্চল চলনবিল এলাকায় বন্যার পানিতে মাঠ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম গো খাদ্য সংকট দেখা দিয়েছে। শুকনো জায়গার অভাবে গৃহপালিত পশুপালনেও নেমে এসেছে বিপর্যয়। অন্য এলাকা থেকে শুকনো গো খাদ্য নৌকায় করে বাড়িতে ফিরছে একজন। ছবিটি গুরুদাসপুর উপজেলার বিলশা এলাকা থেকে তোলা। শনিবার, ২০ জুলাই। ছবি: পিবিএ/নাজমুল হাসান নাহিদ

আরও পড়ুন...