পিবিএ,পাবনা : নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার পাবনায় ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।
দিনটিকে উপলক্ষ করে দুপুরে র্যালি বের করা হয়। পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিকের নেতৃত্বে সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল হোসেনের নেতৃত্বে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে একত্রিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালীতে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, জেলা পরিষদের সাবেক প্রশাসক এম. সাইদুল হক চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, খন্দকার আহমেদ শরিফ ডাবলু, ইঞ্জি. রুহুল আমিন, ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ, আওয়ামী লীগের নেতা রতন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনসহ পাবনা সদর থানা ছাত্রলীগ, পৌর, পাবনা মেডিক্যাল কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য র্যালী শেষে ৭১ পাউন্ডের কেক কেটে দলের জন্মদিন পালন করেন নেতাকর্মীরা।
এ ছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, পাবনা মেডিকেল কলেজ শাখা, সরকারি এডওর্য়াড কলেজ শাখা, সকল উপজেলা শাখা দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
পিবিএ/এআইজে/এমএসএম