পাবনায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট

পিবিএ,পাবনা: পাবন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন পাবনা সদর উপজেলা একাদ্বশ। চরম প্রতিযোগীতা মুলক খেলায় রানার আপ হয়েছেন ঈশ্বরদী উপজেলা একাদ্বশ।

পাবনা জেলা প্রশাসন ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আজ বিকালে সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয় ।

পাবনা সদর উপজেলা একাদ্বশ ও ঈশ্বরদী উপজেলা একাদ্বশ এর মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে ঈশ্বরদী উপজেলা একাদ্বশ কে হারিয়ে পাবনা সদর উপজেলা একাদ্বশ চ্যাম্পিয়ন হন। খেলায় চ্যাম্পিয়নদের হাতে পুরুস্কার তুলে দেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আখিনুর ইসলাম রেমন, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, সালমা খাতুন, শাহেদ পারভেজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

খেলায় দর্শক সমগম ছিল চোখে পড়ার মতো।

পিবিএ/এমআর/এমএসএম

আরও পড়ুন...