পিবিএ,পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কের আমিনপুর থানার বিরাহিমপুর নামক স্থানে সোমবার ট্রাক চাপায় পিষ্ট হয়ে ফিকুল ইসলাম (৩৫), মোক্তার হোসেন (৩২) ও ইশা খাঁ (২৮) নামের ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেন, সুজানগর উপজেলার চিনাখড়া আদমপাড়া গ্রামের শাহাই প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম, আমিনপুর থানার বিরাহিমপুর গ্রামের রমজান আলীর ছেলে মোক্তার হোসেন ও সাঁথিয়া উপজেলার আত্রাইসুখা গ্রামের দুলাল খাঁ’র ছেলে ইশা খাঁ।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম) পিবিএবক জানান, কাশিনাথপুর থেকে একটি মোটরসাইকেলেযোগে তিনজন পাবনার দিকে যাচ্ছিলেন। বিরাহিমপুর নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনজন নিহত হয়। স্থানীয় জনতা ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৩৫৪২) আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দূর্ঘটনা স্থলে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্ত করেছে হয়।
পিবিএ/হক