পাবনায় তামাক নিয়ন্ত্রণ আইন অবহিতকরণ সভা

 

পিবিএ,পাবনা: জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর যুগ্ন সচিব (সমন্বয়কারী) মো: খায়রুল আলম সেখ বলেছেন,ধুমপানের বিরুদ্ধে কাজ করাও একটি ইবাদত। কারণ ধুমপানের কারণে অসংখ্য মানুষ অকালে মারা যাচ্ছে। আর মানুষের জীবন বাঁচানো অবশ্যই একটি ইমানী কাজ। তিনি বলেন, এর বিরুদ্ধে কাজ, শুধু দাপ্তারিক কাজ নয়। এটা একটি ইমানী কাজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতোমধ্যেই তামাক নির্মূলের জন্য অনেক প্রদক্ষেপ গ্রহণ করেছেন। আর সরকারের এ প্রদক্ষেপ বাস্তবায়ন করতে সরকারী সকল দপ্তরের কর্মকর্তা,প্রশাসন,শিক্ষক,সুশীল সমাজ,জিও এনজিও প্রতিনিধিদের নিজ দায়িত্বে কাজ করতে হবে। এবং তামাক আইন বিধি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।

মঙ্গলবার সকালে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্যদের তামাক নিয়ন্ত্রণ আইন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা: কেএম আবু জাফর। অনুষ্ঠানে তামাকের আইন বিধি ও তামাক সেবনের ক্ষতি সম্পর্কে অবগত করে প্রজেক্টরের মাধ্যমে স্লাইট উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম সুজন।
এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( সদর) ফিরোজ কবির,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ আজাহার আলী,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনার সহকারী পরিচালক সাইফুল ইসলাম,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক,সিনিয়র মেডিকেল অফিসার ইলিয়াস আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান এর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জিও এনজিও এর প্রতিনিধিবৃন্দ।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...