পাবনায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত; আটক ২

hamla

পিবিএ,পাবনা: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পাবনার আতাইকুলায় প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ (৭১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে আতাইকুলা থানার সাদুল্লাহপুর ইউনিয়নের তেলিগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত আব্দুস সামাদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশি আব্দুর রাজ্জাকের। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায় প্রতিপক্ষের এলোপাথারী মারপিটে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সামাদ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আজির উদ্দিন (৪৫) ও জহুরুল ইসলাম (৩৯) নামের দুইজনকে আটক করে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...