পাবনায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি

পিবিএ,পাবনা: পাবনায় সরকারি হিসেবে প্রায় ২৫ হাজার প্রতিবন্ধী অন্তর্ভূক্ত থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানের জরিপে প্রায় ১ লাখ প্রতিবন্ধী রয়েছেন। ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন পাশ হলেও আজও তা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছেনা।

এ আইনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইন সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার(১২ মার্চ) পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা জানান।

প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জাতীয় এনজিডিও‘র প্রোগ্রাম ব্যবস্থাপক বশির আল হুসাইন, ব্লু‘ল ইন কান্ট্রি কো অর্ডিনেটর অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম সিদ্দিক, ব্লাষ্ট পাবনার সমন্বয়কারী অ্যাডভোকেট আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাবেক স¤পাদক এবিএম ফজলুর রহমান, পিপিএমএস‘র সাধারন সম্পাদক মোক্তার হোসেন, আরোজ আলী প্রমুখ।

পিবিএ/এইজে/এমএসএম

আরও পড়ুন...