পিবিএ,পবিনা: পাবনা সদর উপজেলার আতাইকুলায় যুবলীগ নেতা হাফিজুর রহমান হত্যার ঘটনায় থানায় মামলা অভিযান চালিয়ে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ জানুয়ারি) পর দুপুর ২টার দিকে পাবনা শহরে অভিযান চালিয়ে পিএনপি নেতা রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তারকরা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত হাফিজুরের ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে রবিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এজাহার নামীয় ১৬ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মোতাবেক রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রবিউল আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি আটঘরিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
উল্লেখ্য, শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানকে রঘুরামপুর বাজার এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
রঘুরামপুর গ্রামের একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে বিরোদের জেরে প্রতিপক্ষের লোকজন হাফিজুর রহমানকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পিবিএ/ইএইচকে