পাবনায় বিশ্ব পানি দিবস পালিত

পিবিএ,পাবনা: “সবার জন্য নিরাপদ পানি” সুস্থ্য জীবন গড়ি , এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় সারা দেশের ন্যায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসক কার্যালয়ে এসে শেষ। র‌্যালী শেষে প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা। সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। বক্তব্য কালে জেলা প্রশাসক বলেন, সরকার ইতোমধ্যেই দেশের ছোট বড় সকল নদী দখলমুক্ত ও পুর্নখনন কাজ শুরু করেছেন। অতি শীঘ্রই এ সকল কাজ শেষ হবে।

তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী কেএম জহুরুল হকের বরাত দিয়ে বলেন পাবনার মানুষের প্রাণের দাবি ইছামতি নদী দখলমুক্ত ও পুনঃ খনন। এ যৌক্তিক দাবি পুরনের পথে। এই ইছামতি নদী দখলমুক্ত ও পুনঃ খনন কাজ করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনা এক হাজার কোটি টাকা প্রস্তাব পাঠিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে।

সভায় আরো বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী কেএম জহুরুল হক,জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, বিশিষ্ট শিক্ষাবিদ শহিদুল্লাহ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...