পাবনায় ভারতীয় পাচার চক্রের ২সদস্যসহ আটক ৩, উদ্ধার ১

 

পিবিএ,পাবনা: ভারতে পাচারের উদ্দেশে টাঙ্গাইল থেকে আনা আয়েশা (১৭) নামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এই সময় ভারতীয় পাচার চক্রের ২সদস্যসহ তিন জনকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর আলহাজ্ব খায়রুজ্জামান বাস টার্মিনাল থেকে তাদের আটক ও উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

আটককৃতরা হলেন- কলকাতার ঘোষপুকুর এলাকার পরেশ চন্দ্র দাশের মেয়ে জয়িতা মান্না ওরফে পিউ ওরফে খাদিজা, কলকাতা বিরাটি হাউজিং ইস্টেট এলাকার মহানন্দা বিশ্বাসের মেয়ে সানন্দা বিশ্বাস ও ঈশ্বরদী স্কুলপাড়ার এলাকার মৃত সুনীল দাশের ছেলে বিশ্বজিৎ দাশ। আর পাচার চক্রের নিকট থেকে উদ্ধার হওয়া আয়েশা টাঙ্গাইলের গোপালপুর থানার ধোপাকান্দি এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী পিবিএ’কে জানান, পাচারকারী চক্রটি ওই কিশোরীকে ফ্যাশন ডিজাইনার বানানোর প্রলোভন দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশে টাঙ্গাইল থেকে ঈশ্বরদীতে আনে।
ওসি আরো জানান, তারা প্রথমে শহরের ঈশ্বরদীর স্কুলপাড়ার মৃত সুনীল দাশের ছেলে বিশ্বজিৎ দাশের বাড়িতে উঠেন। সারাদিন লালপুর, নাটোরসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন ওসি।
পিবিএ/টিএ/হক

মোঃ তুহিন হোসেন

আরও পড়ুন...