পাবনায় মাদক ব্যবসায়ীর গুলিতে ৩ পুলিশ আহত, গ্রেফতার ১

arrest pabna-pba
আপিল শেখ

পিবিএ,পাবনা: পাবনায় অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলিতে ২ পুলিশ কর্মকর্তাসহ ৩ পুলিশ আহত হয়েছেন। আর গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আপিল শেখ ওরফে আপেল (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ছকছাতিয়ানী মহল্লায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত অস্ত্র ও মাদক ব্যবসায়ী আপিল শেখ ওরফে আপেল ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লার সমশের শেখের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লায় মেডিক্যাল কলেজের পুরাতন হোস্টেলের পেছনে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে পাবনা সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযানে যান। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় ১৫ মিনিট দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আপিল শেখ ওরফে আপেলকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে। তাকে পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় আপেলের শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের আট রাউন্ড তাজা গুলি, চারটি শর্টগানের গুলির খোসা, একটি চাকু ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাবনা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নুরুজ্জামান, এএসআই শাহিদ আক্তার ও কনস্টেবল শাহাদত হোসেন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরো জানান, গ্রেপ্তারকৃত আপিল শেখ একজন চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে।

পিবিএ/ এসআর/ ইএইচকে

আরও পড়ুন...