পিবিএ,পাবনা: পাবনার ঈশ্বরদীতে ইটবাহী ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী জহির উদ্দিন (৫৫)নিহত হয়েছেন। তিনি মানিকনগর গ্রামের মৃত সাক্তার প্রামানিকের ছেলে ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মটর সাইকেলের অপর আরোহী বাচ্চু শাহ আহত হয়েছেন। আহত বাচ্চু শাহ একই এলাকার রফি শাহের ছেলে।
সোমবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের তিন শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, মানিকনগর গ্রামের তিন শিমুলতলা এলাকায় মানিকনগর রোডে ইটবাহী ট্রলি ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দ্রুতগামী ট্রলির আঘাতে মটর সাইকেল আরোহী জহির উদ্দিন ব্যাপারী ও বাচ্চু শাহ গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জহির উদ্দিন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন।
পিবিএ/ এআই /ইএইচকে