পাবনায় র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

তুহিন হোসেন,পাবনা প্রতিনিধি: পাবনাতে অপহরণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২,পাবনা। গ্রেফতারকৃত আসামী হলেন পাবনা সদর উপজেলার জালালপুর সাতপুকুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর প্রাং (৩২) ।

জানা যায়, র‌্যাব-১২,সিপিসি-২ পাবনার আভিযানিক দল শুক্রবার দুপুর ০১.১০ ঘটিকায় ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী’র নেতৃত্বে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং, ঢাকা এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সদর থানাধীন বাগচীপাড়ার জালালপুর বাজার হইতে অভিযান পরিচালনা করে আসামী জাহাঙ্গীর প্রাংকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিষয়ে প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন মোঃ মনোয়ার হোসেন চৌধুরী সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার র‌্যাব -১২, সিপিসি-২,পাবনা।

আরও পড়ুন...