পাবনায় সাংবাদিক নেওয়াজের ওপর হামলা

পিবিএ,পাবনা: পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দীপ পত্রিকার বার্তা সম্পাদক নবী নেওয়াজের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৮ টার দিকে পাবনা শহরের অদূরে মহেন্দ্রপুরে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় পুলিশের একটি দল পঠানো হয়েছে। তারা এলে বিস্তারিত বলতে পারবো।হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহেন্দ্রপুর গ্রামের মৃত আবু সামা মিয়ার ছেলে সাংবাদিক নবী নেওয়াজ বলেন, শনিবার রাতে মহেন্দ্রপুর এলাকায় একটি চক্র তার ওপর হামলা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আসামিদের নাম উল্লেখ করে সদর থানায় লিখিত এজহার দায়ের করেন তিনি।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ স্থানীয় সাংবাদিকরা।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...