পিবিএ, পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের লক্ষ্মীকুন্ডা গ্রামে এক স্কুল ছাত্রী ৩ বখাটে কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তুষার (২০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ধর্ষণ মামলায় দায়েরকৃত এজাহার এবং ধর্ষিতার চাচা জানান, লক্ষীকুন্ডা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তার ভাতিজিকে স্কুলে যাতায়াতের সময় বখাটে তুষার নিয়মিত উত্যক্ত করত। বিষয়টি অভিভাবকের কাছে অভিযোগ জানালে তুষার ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে গত শনিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে ঘরের পিছনের জানালা ভেঙে সে এবং তার দুই বন্ধু রনি ও শাকিল ঘরে প্রবেশ করে। এসময় তারা ধর্ষিতার মূখ গামছা দিয়ে বেঁধে এবং ভয় দেখিয়ে লক্ষীকুন্ডা পশ্চিপাড়ার জনৈক আমিন উদ্দিন বিশ্বাসের আমবাগানে নিয়ে যায়। ওই দিন রাত ১২.১৫ মিনিটের দিকে রনি ও শাকিলের সহায়তায় তুষার ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
রোববার সারাদিন বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তুষার, রনি ও শাকিলের পরিবারের পক্ষ থেকে প্রভাব খাটানো হয় বলে ধর্ষিতার চাচা জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ধর্ষণের ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষিতার চাচা বাদী হয়ে তুষার, রনি ও শাকিলের নামে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি তুষারকে গ্রেফতার করেছে। ধর্ষিতাকে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
পিবিএ/এমআই