পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লিচু বাগান গুলোতে এবার ফলন হয়েছে খুব ভালো। আর এই লিচু বড় করে বিক্রির আশায় যত্ন নিচ্ছেন বাগান মালিক ও শ্রমিকরা। লিচুকে পোকামাকড় থেকে রক্ষার জন্য বিভিন্ন কীটনাশক ঔষধ ব্যবহার করছে গাছ লিচু চাষীরা। ছবিটি ঈশ্বরদী উপজেলা’র ছলিমপুর ইউনিয়নের জসীম উদ্দীনের বাগান থেকে তোলা। রোববার, ১০ মে। ছবি : পিবিএ /তুহিন হোসেন