পাবিপ্রবির প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

পিবিএ,পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ব্যবস্থা গ্রহনে দেরি করা ও অদক্ষতার অভিযোগ এনে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বুধবার সাধারন শিক্ষার্থীরা ছাত্র ধর্মঘট পালন করেছে। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

গত ১৮ জানুয়ারি (শুক্রবার) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে ব্যাবস্থা নিতে দেরি করায় শিক্ষার্থীরা কয়েকদিন ধওে আন্দোলন করছে।

কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় আসিফ ইকবাল চিন্ময় নামের এক বখাটে শুক্রবার রাতে শহরের রাধানগর মহল্লার একটি ছাত্রীনিবাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় ওই বখাটে অন্য ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

সাধারন শিক্ষার্থীরা বলেন-‘আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা আশা করব প্রক্টরিয়াল বডি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্থানীয় বখাটেদের দ্বারা ছিনতাই, মারধর এমনকি ছুরিকাঘাতের শিকার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা দানে প্রক্টরিয়াল বডি চরম ব্যর্থ হয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করে অদক্ষ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করছি।

প্রক্টর ডঃ প্রীতম কুমার দাস প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বলেন-‘আমরা দ্রুততম সময়ে পদক্ষেপ নিয়েছি এবং অপরাধীকে আইনের আওতায় নেয়া হয়েছে। তারপর ও এ ধরনের অভিযোগ এবং আন্দোলনের যৌক্তিকতা কতটুকু সেটা ভেবে দেখার বিষয়।’

প্রসঙ্গত: বুধবার(২৩ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উদ্ভুত পরিস্থিতিতে নির্বাচন কমিশন নির্বাচন সাময়িক স্থগিত করে।

পিবিএ/এইচএইচ

আরও পড়ুন...