পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা

 

পিবিএ,বান্দরবান: বান্দরবানে পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম (২০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৪ মে) সকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মাদ্রাসা ঘোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, গত দেড় বছর আগে প্রেম করে সাইফুল বড় মাদ্রাসা ঘোনা ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে হামিদা বেগমকে (২৫) বিয়ে করেন। বিয়ের পর থেকেই দিনমজুর সাইফুল দম্পতির মধ্যে কলহ দেখা দেয়। প্রায় সময় হামিদা স্বামীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপরই নিজবাড়ী সংলগ্ন রাস্তার পাশে গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় সাইফুলের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরিবারের ধারণা পারিবারিক কলহের কারণে সাইফুল আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) জায়েদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত কওে পিবিএ’কে বলেন, সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে।

পিবিএ/আরপি/হক

আরও পড়ুন...