পার্বত্যমন্ত্রী বীর বাহাদুকে বান্দরবানের ব্যাবসায়ী ঐক্য পরিষদের সংবর্ধনা

BADARBAN-PBA

পিবিএ,বান্দরবান: বান্দরবানে ব্যাবসায়ী ঐক্য পরিষদের সংবধর্নায় ভূষিত হয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। ২ মার্চ শনিবার সকালে বান্দরবান ব্যাবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো: গিয়াস উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এই সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার , পেীর মেয়র ইসলাম বেবী , আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবদ্দুল কুদ্দুস , পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সহ সভাপতি একে এম জাহাঙ্গীর ,মুদির দোকান ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক রাজু দাশ , রেষ্টুরেন্ট মালিক সমিতির সদস্য মো: ফরিদুল আলম,কাচা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু বক্কর ,স্বপ্ন চুড়া সুপার সপের মালিক পিন্টু দাশ গুপ্ত, লিটন আইচ সহ আরো অনেকে।

অনুষ্ঠানেব ক্তারা বলেন বান্দরবানের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ তাই নেই কোন হানা হানি বান্দরবানে । তাই অন্য সকল জেলার চেয়ে যাতে বান্দরবান সকলের কাছে ভাল একটি জেলা হিসাবে পরিচিতি লাভ করতে পারে তার জন্য সকল বান্দরবানবাসীকে মেল বন্ধন তৈরি করার আহব্বান জানান যাতে বান্দরবান সকল মানুষের মনে স্থান করে নিতে পারে । আর সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে পর্যটন নগরী বান্দরবান বিশ্ব দরবারে সব চেয়ে সেরা জেলা হিসাবে স্থান করে নিতে পারবে বলে বক্তারা মনে করেন । অনুষ্ঠান শেষে ব্যাববসায়ীরা পার্বত্য মন্ত্রীকে সংবদ্ধনা উপহার তুলে দেন ।

পিবিএ/আরপি/হক

আরও পড়ুন...