পার্বত্য চট্টগ্রামে অস্ত্রবাজি করে কোন কিছু সমাধান হবে না: ঊষাতন তালুকদার

নুরুল আমিন,রাঙ্গামাটি: পাহাড়ে অশান্তি গোলযোগ বন্ধ না হলে উন্নয়ন কখনোই সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কায়দায় অস্ত্রবাজি করে কোন কিছু সমাধান হবে না, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়ি জনগোষ্ঠীদের ঐতিহ্যবাহী ও প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই,বৈসুক, বিষু, বিহু, সাংক্রান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার এসব কথা বলেন।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ মংসানু চৌধুরী ও বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু সাংক্রান উদযাপন কমিটির সমন্বয়ক ইন্দ্র লাল চাকমা প্রমূখ।

ঊষাতন তালুকদার বলেন,পাহাড়ের মানুষ থমথমে পরিস্থিতি বিরাজমান মধ্যে দিয়ে বিজু উৎসব পালন করতে যাচ্ছে। পার্বত্য এলাকার মানুষ আর্থিকভাবে অসচ্ছলতা,অপরদিকে বাস্তব পরিস্থিতির কারণে বিজু উৎসব উদযাপন করতে পারছেন না এবং ভয় ও আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে। তিনি এই উৎসবের মধ্য দিয়ে আহ্বান করেন,সকল ভ্রাতৃত্ব সংঘাত পরিহার করে সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে বাস্তবভাবে অনুধাবন করতে হবে। যাতে করে আমরা ভুল পথে না যাই। পার্বত্য চুক্তি যতই বিলম্বিত করা হবে এবং মৌলিক বিষয় গুলো বাস্তবায়ন হবে না,ততই এ নিয়ে নানা ধরনের ইস্যু বা ঘটনা সৃষ্টি হবে। তাই এ ব্যাপারে সরকার,তথা রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন দেওয়ার সুপারিশের বিষয়ে তিনি বলেন, সংসদীয় কমিটি থেকে তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন দেওয়ার সুপারিশ এসেছে। তিনিও চাই স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্য দিয়ে পার্বত্য জেলা পরিষদ গুলোতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক। কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়।

এর আগে সকালে জুম সংস্কৃতি সংরক্ষণ ও অধিকার নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হোন এ শ্লোগান সামনে রেখে পৌরসভা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পিবিএ/হক

আরও পড়ুন...