পার্বত্য জেলাগুলো অনেকাংশে পিছিয়ে রয়েছে

পিবিএ,রাঙ্গামাটি: দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য জেলাগুলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সেক্টরে অনেকাংশে এখনো পিছিয়ে রয়েছে। সরকার এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছে।সরকারের এই প্রচেষ্টাকে আরো গতিশীল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

মঙ্গলবার (০৭এপ্রিল) সকালে রাঙ্গামাটি পার্বত্য পরিষদের সম্মেলন কক্ষেপরিষদের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি(এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য়পর্যায়) এর আওতায় সমন্বিত খামার ব্যাবস্থাপনা কৃষক মাঠ স্কুল বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা উদ্বোধনকালে জেলা রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিভাগের দায়িত্ব জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া’রসভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, এসআইডি-সিএইচটি-ইউএনডিপি’রটেকনিক্যাল কোঅর্ডিনেটর ফিরোজ ফয়সাল ও কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা প্রমূখ।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক শিখন ও অভিজ্ঞতা বিনিময় খুবই জরুরী। তিনি বলেন, প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই সফলতা আসবে। তিনিকর্মশালায় উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের সভা সেমিনার খুবই কম হয়। তাইএই ধরনের কর্মশালায় জনকল্যাণমূলক যেসব আলোচনা হয় তা নিজ নিজ এলাকায় অন্যান্য কৃষকদের সাথে মতবিনিময় করার পরামর্শ দেন তিনি

পিবিএ/এনএ/হক

আরও পড়ুন...