পাসপোর্ট বিহীন পাইলটের কাতার যাত্রার ঘটনায় তদন্ত কমিটি

পিবিএ, ডেস্ক: ত্রিদেশীয় সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদের পাসপোর্ট ছাড়াই উড়োজাহাজ নিয়ে কাতারে যাওয়ার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

আজ শুক্রবার সিনিয়র সহকারী সচিব গাজী তারিক সালমন স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ নাসিমা বেগমকে আহ্বায়ক করে ওই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেলাল মাহমুদ শরীফ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম।
আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে।

উল্লেখ্য পোর্ট ছাড়া কাতার যাওয়া ফজল মাহমুদকে প্রধানমন্ত্রীর ফ্লাইট পরিচালনা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বদলে জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন আমিনুল ইসলামকে কাতার পাঠানো হয়।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...