পাহাড় হবে সম্প্রীতির জনপদ: ওয়াদুদ ভূইয়া

স্টাফ রি‌পোর্টার,খাগড়াছড়ি: আগামীতে বিএন‌পি ক্ষমতায় আসলে পাহাড় হবে সম্প্রীতির জনপদ জানি‌য়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, বাংলাদেশী জাতীয়বাদে বিশ্বাসী বিএনপি পাহাড়ি সম্প্রদায়কে বিশ্বাস করে। বিএন‌পি ক্ষমতায় এ‌লে বিনা টাকায় সকলের কর্মসংস্থানে ব্যবস্থা করা হবে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কা‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

মারামারিতে লিপ্ত না হওয়ার আহবান জা‌নি‌য়ে ওয়াদুদ ভুইয়া ব‌লেন, পাহাড়ি-বাঙালি কোনো ঝগড়া বা সমস্যা সৃষ্টি হলে তা সাম্প্রদা‌য়িক বি‌বেচনায় না নি‌য়ে উভয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করবো। সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তি ও ভ্রাতৃ‌ত্বের বন্ধ‌নে পাহাড় হবে পাহাড়ি-বাঙালির ফুলের বাগান।

পাহা‌ড়ি‌দের অবদা‌নের কথা উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক বিএনপির নেতাকর্মী পাহাড়িদের বাসায় আশ্রয় নিয়ে আন্দোলন করেছে। পাহাড়িরা তাকেসহ নেতাকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে‌ছেন ব‌লে জানান তি‌নি।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু ও সাবেক ইউপি চেয়ারম্যান শান্তিপ্রিয় চাকমাসহ বিপুল সংখ্যক চাকমা সম্প্রদায়ের অ‌নে‌কেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...