পাহাড়ি ঢলে ভেঙ্গে যাচ্ছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সেতুটি

পাহাড়ি ঢলে ভেঙ্গে যাচ্ছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সেতুটি
পাহাড়ি ঢলে ভেঙ্গে যাচ্ছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সেতুটি

পিবিএ,মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের সদ্য নির্মিত সেতু পাহাড়ি ঢলে ভেঙ্গে যাচ্ছে। কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এর ভিতর দিয়ে বয়ে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গলের যোগাযোগের একমাত্র সড়ক। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পাহাড়ি ঢলে ভেঙ্গে যাচ্ছে সদ্য নির্মিত সেতুটি।

স্থানীয় চালকরা বলেন সেতুটির পাশে পাহাড়ি ঢল নামার জন্য কর্তৃপক্ষ কোনো ড্রেনের ব্যবস্থা করেনি, ফলে পাহাড়ি ঢল নামার সময় সেতুটির পাস ভেঙ্গে যাচ্ছে যা সড়কের উপর মারাত্মক প্রভাব ফেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন সেতুটির পাশে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা না করলে সড়কটি টি ভেঙ্গে যেতে পারে।

এ বিষয়ে মৌলভীবাজার জেলার সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পিবিএকে কে বলেন, কি কারনে সেতুটি ভেঙ্গে যাচ্ছে তা আমরা পরিদর্শন করে পুনরায় সংস্কার করবো।

পিবিএ/এএম/আরআই

আরও পড়ুন...