পাহাড়ের শীতার্তদের উষ্ণতা ছড়ালো পজেটিভ থিংকার্স

পিবিএ,খাগড়াছড়ি: পাহাড়ের অসহায় শীতার্তদের উষ্ণতা ছড়ালো চট্টগ্রামের পজেটিভ থিংকার্স নামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা যাত্রী ছাউনিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন, খাগড়াছড়ির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম জিল্লুর রহমান, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোরশেদ আলম,শাখাওয়াত হোসেন,রিয়াদ চৌধুরী,মোহাম্মদ হাসান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন,পজেটিভ থিংকার্স এর প্রতিনিধি জিকু চৌধুরী, বিপাশা দাশ, মমতাজ জাহান,তাসপিয়া নুর,ইসফা নুর,তৈহিদুল ইসলাম, মুনজিবা ইসরাবা,ইসমাইল হোসেন নয়ন,খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্ট প্রধান হাছসা বেগম, রবিউন ইসলাম এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, অসহায় শীতার্তদের পাশে দাড়ানো সকলের দায়িত্ব। পাহাড়ের অসহায় শীতার্র্ত মানুষের কষ্ট লাগবে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

শীতবস্ত্র পেয়ে অরুন ত্রিপুরা বলেন, শীতবস্ত্র পেয়ে আমরা অনেক খুশি। আমাদের কষ্ট লাগব হবে। পজেটিভ থিংকার্সকে ধন্যবাদ।

এ সময় স্থানীয় পাহাড়ী-বাঙ্গালীসহ নানা বয়সের মানুষ শীতবস্ত্র হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ‘পজেটিভ থিংকার্স’ সংগঠনটি শীতার্তদের মধ্যে কম্বল,কানটুপি,মোজা এবং ভেসলিন প্রদান করে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...