রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে পায়ের ব্যথা সইতে না পেরে নিজঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রঞ্জিত চন্দ্র ঘোষ (৬৫) নামে এক বৃদ্ধ। পরিবার ও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আত্মহত্যার বিষয়টি।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার তিন নাম্বার ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় নিজবাড়িতে আত্মহত্যা করেন ওই বৃদ্ধ। তিনি ওই এলাকার মৃত রমণীকান্ত ঘোষের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, নিহতের স্ত্রী আলোরানী চন্দ্র ঘোষ রাত ৮টার দিকে পাশের বাড়িতে গাভীর দুধ দিয়ে বাড়ি ফিরে দেখেন যে স্বামী রঞ্জিত চন্দ্র ঘোষ ঘরের আরার সাথে ঝুলছেন। তাঁর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রঞ্জিতকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শ্রী রাখান চন্দ্র ঘোষ জানান, কয়েক বছর আগে বাবার পায়ে আঘাতজনিত কারণে অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই অস্ত্রোপচারের জায়গায় তিনি বেশিরভাগ সময়ই অসহ্য ব্যথা অনুভব করছিলেন। আমার ধারণা, তিনি ব্যথা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করছেন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, রাত ৯টা ৪০ মিনিটে রঞ্জিত চন্দ্র ঘোষ নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মুহাম্মদ বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। পরিবারে লোকদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে ওই বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।