পায়ে ফোঁড়া সমস্যার কারণে শুনানিতে আসেননি খালেদা

khaleda-zia-cort-500পিবিএ, ঢাকা : তলব থাকার পরও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে হাজির করা যায়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। পায়ে ফোঁড়া ওঠায় তিনি আদালতে হাজির হতে অস্বীকৃতি জানান। ফলে শুনানির দিন পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে ২৪ জানুয়ারি।

আজ বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে এই শুনানির দিন ছিল। এই শুনানিতে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে গত ১০ জানুয়ারি প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন একই বিচারক। দুর্নীতির দুই মামলায় সাজা নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে আছেন বিএনপি প্রধান।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, ‘মামলার প্রধান আসামি খালেদা জিয়া কারাগারে আছেন। তাকে আজ হাজির করতে পারিনি। তার অনুপস্থিতিতে অন্যান্য আসামিদের পক্ষে শুনানি শুরু করার আবেদন জানিয়েছিলাম। শুনেছি তার (খালেদা জিয়া) পায়ে ফোঁড়া উঠেছে, এজন্য তিনি আসেননি।‘

যোগাযোগ করা হলে আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘খালেদা জিয়ার পায়ে একটি সমস্যা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছ থেকে শুনেছি।’ এদিন আসামিপক্ষ শুনানি পেছানোর আবেদনও করে। পরে আদালত ২৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করে ওই দিন সব আসামিকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়।

পিবিএ/জিজি

আরও পড়ুন...