পিবিএ ডেস্ক : বলিউড অভিনেত্রী সারা আলি খান সম্প্রতি হাজির হয়েছিলেন নায়কা ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডসে। তিনি এলেন, দেখলেন, জয় করলেন… মুহূর্তে হয়ে উঠলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। হুড়োহুড়ি পড়ে গেল তাকে ক্যামেরাবন্দী করার জন্যে।
হালকা গোলাপি থাই-হাই স্লিটেড গাউনে এদিন মোহময়ী হয়ে উঠেছিলেন সারা। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পায়ে পরেছিলেন পিংক হাই হিলস। মিনিমাল মেক-আপ ও খোলা চুলে এদিন সন্ধের স্টার অ্যাট্রাকশন হয়ে উঠলেন তিনিই।
ধীরে ধীরে বলিউডের ফ্যাশন আইকন হয়ে উঠছেন সারা আলি খান। তার স্টাইল ও ফ্যাশন সেন্স প্রায়ই হয়ে ওঠে আলোচনার বিষয়বস্তু।
পিবিএ/জিজি