কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া : বরিশাল বিভাগীয় সমিতির মালয়েশিয়ার উপদেষ্টা,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ছাত্র সংসদের সাবেক সভাপতি ও বর্তমান বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ায় সভাপতি, সম্প্রতি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) থেকে শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আরশাদ ইসলামের অধীনে Shaikh Azizur Rahman Nesarabadis Approaches Methods in Enhancing Unity in Diversity in Bangladesh বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করায় ড. ফয়জুলকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর বরিশাল সমিতি মালয়েশিয়া ।
রবিবার সন্ধ্যা ৭ টা কুয়ালালামপুরের অভিজাত রেস্টুরেন্ট রসনা বিলাসে এই সংবর্ধনা আয়োজন করা হয় । সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি ও মালয়েশিয়া বরিশাল বিভাগীয় সভাপতি এসএম রহমান পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে এসএম রহমান পারভেজ বলেন এটি শুধু ফয়জুল হক বা বরিশাল সমিতির অর্জন নয়; এটি বাংলাদেশীদের অর্জন, বাংলাদেশের অর্জন।
বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দক্ষতা ও কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করা নিঃসন্দেহে তাঁর যোগ্যতারই প্রমাণ।তাঁর যোগ্যতা ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই কামনা করেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক বোরহান উদ্দিনের পরিচালনায় মালয়েশিয়া বরিশাল বিভাগীয় সমিতির সহসভাপতি মির্জা সালাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মঞ্জু খাঁ ,আবুল বাসার সাখাওয়াত হোসেন ,এসকে সেন্টু ,রাশেদ বাদল সহ আরো অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ড. ফয়জুল হকের পিএইচডি অর্জনের জন্য ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানান। সেই সাথে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সেই সাথে সবাই তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পিবিএ/জেডআই