পিবিএ, স্পোটস ডেস্ক: পিএসজির জন্য সুখবরই বটে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র দ্বিতীয় লেগের লড়াইয়ের দুই সপ্তাহ আগে ইনজুরি কাটিয়ে আবারো অনুশীলনে ফিরেছেন তারকা স্ট্রাইকার এডিনসন কাভানি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বর্দের বিপক্ষে গত ৯ ফেব্রুয়ারি পেনাল্টি শট নিতে গিয়ে কোমরের ইনজুরিতে আক্রান্ত হন উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড। কাভানি ও পায়ের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে বাদ দিয়েই পিএসজি গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম লেগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করেছিল। ওই ম্যাচটিতেও যথারীতি ফ্রেঞ্চ তরুণ কিলিয়ান এমবাপে আরো একবার নিজের নামের প্রতি সুবিচার করেছেন।
প্যারিসে অনুষ্ঠিতব্য ফিরতি ম্যাচে কাভানিকে পেয়ে পিএসজি আরো বেশি উজ্জীবিত ও আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। গতকাল মাঠে নেমে কাভানি সতীর্থদের সাথে হালকা অনুশীলন করেছেন।
পিবিএ/বাখ