পিবিএ ডেস্ক: রিউমার আছে গুগলের পিক্সেল ফোনের ফোর ভার্সন বাজারে আসছে। তবে কি থাকছে এতে। ২০১৯ সালে সবাই প্রায় উঠে পড়ে লেগেছে নতুন প্রযুক্তি উদ্ভবনে।
স্টক এন্ড্রোয়েড আর উন্নত মানের ক্যামেরার জন্য পিক্সেল ফোনের বেশ চাহিদা আছে। গুগল অফিসিয়ালি ঘোষণা না করলেও অনেক কিছুই ধারণা করছে প্রযুক্তিবীদরা।
এই ফোনে থাকবে নতুন এন্ড্রোয়েড ওয়ান। যা কিনা কয়েক বছর ধরে আপডেট পাবে ব্যবহারকারীরা। ক্যামেরার বিষয় নতুন করে ভাববে গুগল। কারণ এবছর ক্যামেরা প্রতি অন্যরা একটু বেশি নজর দিচ্ছে।
আশা করা যাচ্ছে বরাবরের মতো মিনিমাল ডিজাইনে তৈরী করবে ফোনে বডি।ফ্রেস স্টক এন্ড্রোয়ের উপর কাজ করবে তারা। তবে প্রশ্ন হলো হুয়াওয়ে ,স্যামসাং, শাওমির প্রযুক্তির পর গুগল কি পারবে তার ফোন দিয়ে গ্রাহকের মন জয় করতে? ফোনটি এক মাসের মধ্যেই বাজারে আসবে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
সূত্র: সিনেট
পিবিএ/আইএইচ