পিবিএ ডেস্ক: উৎক্ষেপনের কিছুক্ষন আগে যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে ‘চন্দ্রযান-২’এর অভিযান শুরু হতে পারেনি। উৎক্ষেপনের নির্ধারিত সময়ের ৫৬ মিনিট আগে স্যাটেলাইট বহনকারী রকেটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ উৎক্ষেপন প্রত্যক্ষ করার জন্য এসময় ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্থ স্পেস সেন্টারে উপস্থিত ছিলেন।
ভারতের স্পেস রিসার্চ সেন্টার- ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপনের পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য ইসরো চাঁদে নতুন অভিযানের জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছিলো। অভিযানের জন্য তৈরি করা ছিলো নতুন স্যাটলাইট ‘চন্দ্রযান-২’। চাঁদে অবতরণ করতে পারলে এটি হতো চতুর্থ কোন দেশের সফলভাবে চন্দ্র অভিযান।বিবিসি।
এর আগে ইউএসএ, চীন ও সাবেক সেভিয়েত ইউনিয়ন সফলভাবে এ অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলো। ১৫ কোটি ডলারে নির্মিত ‘চন্দ্রযান-২’ চাঁদের পানি, খনিজ ও পাথর সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। সেপ্টেম্বরের শেষে ‘চন্দ্রযান-২’ চাঁদের দক্ষিণমেরুতে অবতরণ করবে।
ভারতের স্পেস রিসার্চ সেন্টার (ইসরো) চীফ কে সিভান জানান, ‘এটি ইসরোর সবথেকে জটিল মিশন।’ শ্রীহারিকোটা স্পেস সেন্টার থেকে সোমবার দিবাগত রাত ২:৫১ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করার কথা ছিলো। ভারতের প্রথম মিশন ‘চন্দ্রযান-১’ ২০০৮ সালে প্রেরণ করা হয়েছিলো। তখন সেটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ না করলেও এটি রাডারের সাহায়্যে চাঁদের পানির ব্যাপক তথ্য সংগ্রহ করে।
পিবিএ/বাখ