সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসে তারা ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
নির্বাচনের পর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের এটাই প্রথম বৈঠক। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয় বৈঠকে।
এ সময় জিএম কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা মাশরুর মওলা।
বৈঠকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে মাশরুর মওলা বলেন, জিএম কাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সর্বশেষ জাতীয় নির্বাচন ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।