পিতাকে বাঁচাতে গিয়ে চাচার হাতে ভাতিজা খুন

MURDER-PBA

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামে বাবা হালাল উদ্দিনকে বাঁচাতে গিয়ে ঘাতক চাচা হেলাল উদ্দিনের লাঠির আঘাতে রানা মিয়া (১৫) নামের এক ছেলের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল গ্রামে পারিবারিক বিষয় নিয়ে হেলাল উদ্দিন ও তার বড়ভাই হালাল উদ্দিনের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হেলাল উদ্দিন বুঝে না উঠে বড়ভাই হালাল উদ্দিনকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে।
এ ঘটনাটি দেখে হালালের ছেলে রানা মিয়া বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে ঘাতক চাচা হেলাল উদ্দিন ভাতিজা রানা মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে রক্তাত হয়ে কয়েকবার বমি করে নিস্তেজ হয়ে পড়ে ভাতিজা।
তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ভাতিজা রানা মিয়ার মৃত্যু ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মহুবর রহমান মঙ্গলবার সন্ধ্যা ছোয়া ৬ টায় পিবিএ’কে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ঘাতক চাচার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/ইএ/হক

আরও পড়ুন...