পিবিএ’র সংবাদ প্রকাশের পর ভোটার হচ্ছে মা মেয়ে

পিবিএ,কুষ্টিয়া: গত ৪ মে ১টা ২৫মিনিটে “ভোটার হতি হয় কেম্বা বাবা” ও কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে মা মেয়ের ৪৫ বছর নিয়ে বাংলাদেশের জনপ্রিয় নিউজ এজেন্সি পিবিএ (ফটো বাংলা এজেন্সি)তে সংবাদ প্রকাশ হলে অবশেষে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসার নুরুল আনসারের নজরে আসলে তিনি ভোটার ফরম হাতে দিয়ে সকল প্রস্তুতি সম্পন করার তাগিদ দেন।

পিবিএ’র সংবাদ প্রকাশের পর ভোটার হচ্ছে মা মেয়ে
পিবিএ’র সংবাদ প্রকাশের পর ভোটার হচ্ছে মা মেয়ে

উল্লেখ্য, তোমরা যদি দেখতে সবে চাও রহিম উদ্দিন ছোট্ট বাড়ী রসুল পুড়ে যাও বাড়ী তো নয় পাখিরবাসা ভেন্না পাতার সানি ইকটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি না এটি আমাদের পল্লি কবি জসিম উদ্দিনের কবিতার কথা বলছি নয় এটি বলছি কুষ্টিয়া কোর্ট ষ্টেশনের বারান্দায় জীবন কাটানো প্রায় ৪ যুগ বসবাস করা বাতাসি (৪৮আনুমানিক) ও তার মা খোদেজা বেগমের (৬৮ আনুমানিক ) গল্প। যুদ্ধের আগে স্বামি মারা যাওয়ার পর যুদ্ধ শেষে জীবনর যুদ্ধে নেমে পড়েন খোদেজা বেগম।

মেয়েকে নিয়ে ১৯৭১ সালের শেষ দিকে প্রথমে ফরিদপুর তারপর রাজবাড়ী জেলার পাংশা বাগদুলি গ্রাম ছেড়ে জীবিকার উদ্দ্যেশে চলে আসেন কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে। সেই থেকে সংগাম খেয়ে না খেয়ে রাত কাটিয়ে দেন কুষ্টিয়া কোর্ট ষ্টেশনের বারান্দায়। কথা বলতে গেলে বলেন বাবা মরার আগে ভাতা কার্ড পামু-নি। বাবা ভাতা কার্ড কারে কয় আর আমি তো ভোট দিইনে, ভোটার হতি হয় কেম্বা বাবা।

তিনি আরো জানান মিয়াডারে নিয়া চিন্তা আমি নাই মিয়াডারে পাহারা দিয়ে গেলাম আমার তো মরনের টাইম কি হইবো বাতাসির আল্লাছাড়া উপায় নায়। এ ষ্টেশন এখন আমার মাথা গুজার একমাত্র ঠাঁই। পানি ধুলা নিয়ে পড়ে থাকি এই ডা যেনো না হারায় বাবা।

বাতাসির সাথে কথা বললে জানায় আমার একটা ঘরের ব্যবস্থা করলি আমি ঘরে থাকতি পারতাম। সেই ছোট কালে আইছি আজও ঘর হলোনা আর আমারে ঘর দিবি কিডা আমিও তো ভোটার না কেম্বা করে ভোটার হয়। এ ব্যপারে জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসে পিবিএকে বলেছিলেন আগে জানতে হবে সে বাংলাদেশের নাগরিক কিনা তার এন আইডি আছে কিনা, না থাকলে আগে নাগরিক হতে হবে। নাগরিক জরিপ চলছে আগে নাগরিক হতে পরামর্শ দেন।

পিবিএ/কেএস/আরআই

আরও পড়ুন...