পিবিএ,পিরোজপুর: পিরোজপুর জেলার নাজিরপুরে আকষ্মিক অগ্নিকান্ডে বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে বসতঘর মালিকের প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গভীর রাতে নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে এঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত ২টার সময় হঠাৎ করে বসতঘর পিছনের দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষন বসতঘর টি সম্পূর্ণরুপে পুড়ে ভস্মিুভুত হয়।
সরেজমিনে অনুসদ্ধানে জানা গেছে স্থানীয় ফায়ার সার্ভিস কে বহুবার ফোন দেয়া হয়,রিং হয় কিন্তু রিসিভ করেনা,পরে স্থানীয় লোকের ঐকান্তিক প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে উদ্ধার করা হয় বিল্ডিংয়ের লোকজনকে, আগুন নেভানোর ৩০ মিনিট পরে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে উপস্থিত হয়,তারা ঘটনাটি দেখে চলে আসে, পরের দিন তাদের অফিসে যাওয়া হয়,তাদের কে ঘটনাটি বলা হয় এবং টেলিফোন নাম্বার টি মেলানো হয়, তারা বলে আমাদের টেলিফোন সেটে সমস্যা ফোন আসলে বোঝা যায়না,পরে বললাম এত গুরুত্ব পুর্ন একটি প্রতিষ্ঠান যেখানের ফোন সেটে থাকে সমস্যা এটা কিভাবে সম্ভম, বলে আমাদের কিছু করার নাই আমরা কর্তৃপক্ষকে বলেছি টি এন্ড টি কেও বলেছি,কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে আমাদের কিছু করার নাই,কথা হল ফায়ার সার্ভিসের মত যায়গায় টেলিফোন সেটে যদি থাকে সমস্যা তবে আমরা এই সেবাটি কোথায় পাব।বসতঘর মালিক মোঃ আবুল কালাম শেখ বলেন, বিপুল পরিমানে বিভিন্ন প্রকার মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গরীব বসতঘর মালিক সর্বস্ব হারিয়ে তিনি এখন পাগলের মত প্রলাপ বকছেন।
পিবিএ/শেখ সাইফুল ইসলাম কবির/এসডি