পিরোজপুরে হাসান হত্যার প্রধান আসামি সরোয়ার গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ এলাকার মোঃ হাসান (৩২) নামক এক ব্যক্তির স্ত্রীর সাথে মোঃ সরোয়ার বেপারী (৪০) এর পরকীয়া সম্পর্কের জেরধরে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অতঃপর মোঃ হাসান গত ১২ জুন ২০২২ তারিখে সরোয়ারসহ কয়েক জনের বিরুদ্ধে পিরোজপুর কোর্টে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে গত ৮ জুলাই ২০২২ তারিখ কোর্ট থেকে নোটিশ জারি করলে সরোয়ার রাগান্বিত হয়ে পরের দিন গত ৯ জুলাই ২০২২ তারিখ হাসানের নিজ বাড়ীতে গিয়ে মামলাটি তোলে নেওয়ার জন্য হাসান ও তার পরিবারকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। উক্ত বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগ্বিতন্ডার সৃষ্টি হয় এবং বাগ্বিতন্ডার একপর্যায় সরোয়ার কাঠের তক্তা দিয়ে হাসান এর মাথায় সজোরে আঘাত করে। আঘাতের ফলে হাসান অজ্ঞান হয়ে তাদের বাড়ীর পাশে একটি খালের মধ্যে পড়ে যায়। অতঃপর হাসান এর পরিবারের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় চিকিৎসার জন্য নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উক্ত ঘটনার পর মৃত হাসান এর পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে মোঃ সরোয়ার বেপারী ও অজ্ঞাত নামা আরো ২/৩ জনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪, তারিখ- ৯ জুলাই ২০২২, ধারা- ৩০২/৩৪ দণ্ড বিধি। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গতকাল ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হাসান হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ সরোয়ার বেপারী (৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...