পীরগঞ্জের অংকুর ইন্টারন্যাশনালের খাদ্য সামগ্রী প্রদান

পিবিএ,পীরগঞ্জ: অংকুর-বিশ্বব্যাপি মানুষের পাশে স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৮ই সোমবার উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের ২’শ ৬৮টি পরিবারের মাঝে শরীফপুর প্রাথ‌মকি বিদ‌্যালয় মাঠে এ খাদ্য সহায়তা প্রদান করে অংকুর ইন্টারন্যাশনাল নামে একটি সামাজিক সংগঠন।

এ পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৩ হাজার ১শ ৭৯টি পরিবারের মাঝে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর পুত্র শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তর সার্বিক সহযোগিতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি যেমন আদিবাসি, হিন্দু,হরিজন সম্প্রদায়সহ অসহায় দুঃস্থ মানুষের মাঝে অগ্রাধিকার দিয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। খাদ্য সহায়তা প্রদানের ব্যাপারে ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান – মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলার সব ইউনিয়নে পর্যায় ক্রমে প্রায় ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ‌্য নি‌য়ে কাজ করছে হবে।

খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছ‌িলেন পীরগঞ্জ উপ‌জেলা আওয়ামী স্ব‌েচ্ছসেবক লী‌গের সভাপ‌তি এ জেড এম স‌েকেন্দার আলী মন্ডল, উপজেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম লালু, ভেন্ডাবাড়ী ইউনিয়ন আথলীগের সাবেক সভাপতি ‌মােঃ ওয়াজেদ আলী,সাংবা‌দিক রেজাউল ক‌রিম প্রজাপাড়া কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি সুনীল পাল, পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক পবিত্র কুমার পাল প্রমুখ।

পিবিএ/রেজাউল করিম/বিএইচ

আরও পড়ুন...