পীরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিবিএ,পীরগঞ্জ,রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় দিরভর নানা কর্মসুচী পালনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার সুর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচীর সুচনা করে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতৃত্বে ৩ সহ¯্রাধিক নেতা-কর্মীদের বণার্ঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে।
বিকেলে স্থানীয় সরকারি শাহ আব্দুর রউফ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলহাজ¦ আজিজুর রহমান সরকার রাঙ্গার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য অধ্যাপক নুরুল আমিন রাজা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, রংপুর জেলা সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রওশন আরা ওযাহেদ রানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোনায়েম সরকার মানু, আনোয়ারুল ইসলাম মান্নু, মকবুল হোসেন সরদার, যুগ্ম সম্পাদক ছাদেকুল ইসলাম বিএসসি, শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, সম্পাদক কামরুল হাসান জুয়েল, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী প্রধান, শামছুল আলম বাবু প্রমুখ বক্তৃতা করেন।
পরে উপস্থিত ৪ সহস্্রাধিক নেতা-কর্মী ও সাধারণ জনগনের মাঝে খাবার বিতরণ করা হয়।

পিবিএ/আরকে/হক

আরও পড়ুন...