শাহ্ মো: রেজাউল করিম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে ‘সংগ্রাম সংকল্প সতত শপথে জনগণের সাথে” স্লোগান নিয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে শতশত নেতা-কর্মীর অংশ গ্রহনে বর্নঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
দুপুরে পীরগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমীন রাজা। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আকতার শিখা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মকবুল হোসেন সর্দার, রামনাথপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোফাজ্জল হোসেন বাদল, যুবলীগ নেতা ফিরোজ আলম প্রমুখ।