শাহ্ মোঃ রেজাউল করিম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইউপিজি উপকারভোগী পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ এপি ও রংপুর এসিও প্লেইন ল্যান্ড ক্লাষ্টার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম ওই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এপি’র ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগরা জানান, উপজেলার ৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১’শ ৮৬ জন উপকার ভোগীর প্রত্যেককে ১৮ হাজার ৩’শ ৩৩ টাকা করে মোট ৩৪ লক্ষ ৯ হাজার ৯’শ ৩৮ টাকা সহায়তা প্রদান দেয়া হয়। এরপর কর্ম এলাকার নিবন্ধিত শিশুদের সম্মাননা ও পুরষ্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল বক্তব্য রাখেন, রংপুর এসিও’র কারিগরি বিশেষজ্ঞ তাহমিদুর রতন, পীরগঞ্জ এপি’র কৃষিবিদ আমজাদ হোসেন, প্রোগ্রাম কর্মকর্তা গ্লোরিয়া রোজারিও, অর্থ ও প্রশাসন রোজিনা সর্দার, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেসালিষ্ট অফিসার মুহাম্মদ সোহরাব হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম প্রমুখ। এ সময় দুই জন সুবিধাভোগী পরিবারের সদস্য তাদের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন।