পিবিএ,পীরগঞ্জ(রংপুর): রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার মাদারহাট নামক স্থানে চোরাই গরুসহ ৩ চোর ও ১টি পিক-আপ আটকের পর উত্তেজিত জনতা পিক-আপ গাড়ীটিতে আগুন ধরিয়ে দেয়। ১২ই জুলাই রোববার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মিঠাপুকুর উপজেলা এলাকা থেকে পিক-আপ যোগে ৪টি চোরাই গরু নিয়ে বগুড়া অভিমুখে যাবার সময় যানজটের কারনে বর্নিতস্থানে পিকআপটি ফেঁসে যায়। এ সময় উপস্থিত জনতার সন্দেহ হলে পিক-আপটি আটকের পর গরুগুলো নামিয়ে নেয়ার পর পিক-আপে থাকা গরুচোর বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ ছত্রা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিপন সাকিদা(৩০),একই উপজেলার সংসারদিঘী গ্রামের বিজেন মালীর ছেলে বিচিত্র মালী (২৫) ও নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (২৭)কে আটক করে গণধোলাই দিয়ে উত্তেজিত জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ৩ গরুচোরসহ পিক-আপ ও গরু ৪টি উদ্ধার করে থানায় নেয়। পীরগঞ্জ থানার ওসি (অপারেশন) মাহবুবার রহমান জানান, ৩ গরুচোরকে থানায় আটক রাখা হয়েছে। তাদের দেয়া তথ্যানুযায়ী চোরাই গরুগুলো পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার । ইতোমধ্যে গরুগুলোর বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশকে জানানো হয়েছে। গত রাতে মিঠাপুকুর উপজেলা থেকেও গরু চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক গরু ও আগুন ধরেিয়ে দেয়া পিক-আপটি পীরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পিবিএ/শাহ্ মােঃ রেজাউল করিম/এসডি