পীরগঞ্জে টেক্সটাইল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ মুক্তি ফিলিং ষ্টেশনের সামনে ৫ দফা দাবি সংবলিত ব্যানার ফেষ্টুন নিয়ে দেড় ঘন্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কের দুই ধারে যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

জানাগেছে, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এর অধীনে সারা দেশে ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এছাড়াও টেক্সটাইল ইন্সটিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট গুলোও এই মন্ত্রণালয়ের অধীনে। বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের একই নিয়োগবিধি থাকায়, এসএসসি পাশে প্রভাষক, ডিপ্লোমা পড়ে বিএসসি লেভেলে প্রভাষক, আবার অভিজ্ঞতা ছাড়াই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অধ্যক্ষ হওয়ার মতো ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি রয়েছে বলে দাবি করে শিক্ষার্থীরা। আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবি নিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব) শাখাওয়াত হোসেনের সাথে দেখা করেন।

ড. ওয়াজেদ মিঞা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মাহমুদ আল হাসান শিশির বলেন, “টেক্সটাইল খাতের উপর বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল। কিন্তু সেখানে টেক্সটাইল নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপর কোনো নজর নেই বস্ত্র অধিদপ্তরের বলে অভিযোগ করেন।

এতে আরও বক্তব্য রাখেন, নাহিদ হাসান নুহাশ, নাফিউল ইসলাম, নাজিউর রহমান, মামুনুর রশিদ। বক্তারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, আমাদের দাবি মানা না হলে আরও কর্মসূচী গ্রহন করা হবে।

আরও পড়ুন...