পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরচাপায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পীরগঞ্জের গোপিনাথপুর গ্রামে পীরগঞ্জ-নবাবগঞ্জ সড়কে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) বিকেলে পীরগঞ্জ-নবাবগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে খালাসপীর থেকে ব্যাটারী চালিত চার্জার যোগে খালাসপীর থেকে বাড়ি ফেরার পথে ও পীরগঞ্জ থেকে করতোয়া নদীতে বালু আনতে যাচ্ছিল মাহিন্দ্র ট্রাক্টর। এ সময় পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর নামক স্থানে পৌঁছিলে ব্যাটারী চালিত চার্জার ভ্যাটিকে পিছন থেকে চাপা দেয় মাহিন্দ্রটি। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ছাতুয়া গ্রামের মৃত. মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহমান (৫৫) নিহত হন।
অপর দিকে বিছনা গ্রামের মৃত. আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেওয়া (৭৫) গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। ঘাতক মাহিন্দ্র ট্রাক্টরটিকে পুলিশ আটক করলেও চালক ও সহকারি পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল বলেন এই দূর্ঘটনায় নিহত ও আহত সকলেই আমার ইউনিয়নের বাসিন্দা ।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দূর্ঘটনা আইনে মামলা হয়েছে।