পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ‌্যান চাল‌কের মর‌দেহ উদ্ধার

পিবিএ,পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে ব‌্যাটা‌রি চা‌লিত চার্জার ভ‌্যান চ্ল‌কের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মিঠিপুর ইউনিয়নের লাট মিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানাযায় নিহত ব‌্যক্তি গাইবান্ধা জেলার সাদুল‌্যাপুর উপ‌জেলার ম‌নোহরপুর গ্রা‌মের মৃত জয়নাল আ‌বে‌দি‌নের পুত্র সাফাতুল আকন্দ (৪৫)।
তি‌নি দীর্ঘদিন থে‌কে একই উপ‌জেলার মিরপুর বাজার এলাকায় শশুর বা‌ড়ি‌তে বসবাস ক‌রেন। ভ‌্যান চা‌লি‌য়ে জী‌বিকা নির্বাহ কর‌তেন। নিহত সাফাতুলের ৯ম শ্রেনী‌তে অধ‌্যায়নরত ছে‌লে ও ৬ষ্ঠ শ্রেনী‌তে পড়ুয়া একজন মে‌য়ে র‌য়ে‌ছে। তি‌নি
পেশায় চার্জার ভ‌্যান চালক বলে জানায় নিহ‌তের প‌রিবার ও স্থানীয় বা‌সিন্দারা। পা‌রিবা‌র সু‌ত্রে জানাগে‌ছে গতকাল শুক্রবার বি‌কে‌লে তি‌নি ভ‌্যান নি‌য়ে ভাড়া খাটার উ‌দ্দে‌শ্যে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে আর বা‌ড়ি‌তে ফি‌রে আ‌সে‌নি। ধারনা করা হ‌চ্ছে চার্জার ভ‌্যানটি ছিনতাই ক‌রে তাকে হত্যা করে মরদেহ ধান ক্ষে‌তে ফে‌লে রাখা হয়েছে।
এব‌্যাপা‌রে পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেস চন্দ্র জানান- সকালে ধানক্ষেতে একজ‌নের মর‌দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নি‌য়ে আ‌সে। এ রি‌পোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছে।

পিবিএ/শাহ্ মোঃ রেজাউল ক‌রিম/এসডি

আরও পড়ুন...