শাহ্ মো: রেজাউল করিম,পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে নিহত-২, আহত-১৮। বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা পিংকি পরিবহনের ১টি বাস পীরগঞ্জের বিশ মাইল নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা আর বি কোল্ড স্টোর পরিবহন নামের ১টি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এ সময় বাসের সিটের নিচে চাপা পড়ে নিহত হয় বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের বাবলু মন্ডলের ছেলে ফারুক হোসেন (৪২) ও তার শিশু ছেলে ইশরাফ হোসেন (৬)।
আহতরা হলেন, তৌহিদ,হাসিনুর,স্মৃতি,সাজেদা, মাইশা,মনির এরা সকলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিহতের স্ত্রী সাবিনা জানান,দশ দিন আগে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সিন্দুরনা গ্রামে স্বামী সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ বাড়ি যাচ্ছিলাম। পিংকি পরিবহনের যাত্রী আহত তৌহিদ বলেন, আমরা একই পরিবারের ৬ জন সদস্য বগুড়া থেকে নানার বাড়ি সৈয়দপুর বেড়াতে গেছিলাম। বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আমরা সবাই আহত হয়েছি।
দূর্ঘটনার ব্যাপারে তিনি বলেন, দ্রুত গতির বাসটা ট্রাকের সাথে ধাক্কা লেগে পানিতে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করেছে।
বড়দরগাহ হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ জানান, দূর্ঘটনায় জড়িত বাস-ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। লাশ দুটি থানায় আছে। ড্রাইভার পলাতক। এ ব্যাপারে সড়ক দূর্ঘটনা আইনে মামলা হবে।