পীরগঞ্জে বিজয় দিবস ঘিরে ফুল বিক্রেতাদের ব্যস্ততা বেড়েছে

পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রাত পোহালেই মহান বিজয় দিবস। দিবসটি ঘিরে কর্ম ব্যস্ততা বেড়েছে রংপুরের পীরগঞ্জের ফুল বিক্রেতাদের। উপজেলায় ফুল চাষীদের উৎপাদিত ফুলে চাহিদা পুরণ না হওয়ায় জেলা সদর থেকে রক্ত লাল গোলাপ, হলুদ গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা ফুল বিক্রেতারা সংগ্রহ করে থাকেন। এসব বাহারি ফুলে ভরে উঠছে বিক্রেতার দোকান সমূহ। আকার ভেদে পুষ্পস্তবকের দাম ৩’শ থেকে হাজার টাকা। কারিগরেরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন পুষ্পস্তবক তৈরিতে। দোকানগুলোতে ফুলের তোড়া কিনতে ভিড় করছেন ক্রেতারা। সাদা শোলার গোল ফ্রেমটায় লাল সবুজ রঙ। নিপুণ হাতে কামিনীর পাতা গেঁথে দিচ্ছেন শিল্পীরা। থরে থরে বসানো লাল গোলাপ সাথে পাশে আভা ছড়াবে হলুদ গাঁদা। আছে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাসসহ আরও অনেক ফুল। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতেই কিনছেন ক্রেতারা।

রাত পোহালেই শুরু হবে বিজয় দিবস উদযাপন। পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ মিনারে ভীড় জমবে বীর মুক্তিযোদ্ধাসহ হাজারো বাঙালি। হাতে-হাতে শোভা পাবে ফুল, মালা, পুষ্পস্তবক। যে কারনে পুষ্পস্তবক তৈরীর কাজ চলছে ফুলের দোকানে। বিক্রেতা গোলাম মোস্তফা সবুর জানান, ১০ বছর ধরে ফুলের ব্যবসা করছি এবারেই বিক্রি সবচেয়ে কম হচ্ছে তাই লোকশানের আশঙ্কা করছি।

জামিল ফুল ঘরের স্বত্বাধিকারী জামিল বলেন, এ রকম সময়ে দোকানে মানুষের ঢল পড়ে যেত। গতবারের তুলনায় এবার বিক্রি কম তবুও আশায় আছি।

আরও পড়ুন...